অ্যাডিলেডে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পাইনসহ বেশ কিছু ক্রিকেটারকে সেল্ফ আইসোলেশনে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কতজন ক্রিকেটার সেল্ফ আইসোলেশনে তা জানায়নি সিএ। অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডে খেলার কারনে তাদেরকে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। এখনই টেস্ট সিরিজ পেছনোর কোনও কারণ দেখছি না। আমরা খেলোয়াড়দের প্রতি নজর রাখছি। স্বাস্থ্য দফতরের নির্দেশ ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।’
আসন্ন সিরিজের জন্য সিডনিতে কোয়ারেন্টাইনে আছে সফরকারী ভারতীয় ক্রিকেট দল। কোয়ারেন্টাইনে থাকলেও অনুশীলন করছে ভারত দল। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছে। তারা সকলেই করোনা পরীক্ষা নেগেটিভ।