এবারের সেহরি ও ইফতারের সময়সূচি ঠিক করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ১৪ এপ্রিল থেকে প্রথম রোজা শুরু হতে পারে ধরে নিয়ে এবারের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন থেকে আজ রোববার দুপুরে এই সূচি প্রকাশ করা হয়।
তবে প্রথম রোজা শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এনটিভি অনলাইনকে বলেন, ‘চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা রাখার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে সম্ভাব্য সূচি অনুযায়ী প্রথম রোজা ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে।’