এই প্রথম বাঙালি তরুণদের সামনে হাজির হচ্ছে রোবট সোফিয়া। আর তার একটু সঙ্গ পেতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের হল অব ফেমে এখন উপচেপড়া ভিড়। সোফিয়াকে এক নজরে দেখার জন্য রীতিমত হট্টগোল লেগেছে। রোবটটির অপেক্ষায় অধীর হয়ে আসছে সবাই।
আজ থেকে শুরু হয়েছে চার দিনের ডিজিটাল ওয়ার্ল্ড। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। এরপর প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করা হয়। যদিও সকাল থেকে এতে প্রবেশের জন্য সবাই বিআইসির সামনে ভিড় জমায়।
দুপুর দুইটার দিকে প্রবেশের অনুমতি মেলে। তবে জায়গা সংকটের জন্য হল অব ফেমে সবাইকে প্রবেশ করতে দেয়া হয়নি। এ নিয়ে অনেকেরই রয়েছে আক্ষেপ।
আর যারা রোবটটি দেখতে হলে প্রবেশ করতে পেরেছেন তারা নিজেদের ভাগ্যবান বলে মনে করছেন। এদেরই একজন রনি। তিনি বলেন, সকাল আটটা থেকে সোফিয়াকে দেখতে অপেক্ষা করছি। তবুও সুযোগ পেয়ে তিনি খুশি।
আজকের বাজার:এবি/এলকে ৬ ডিসেম্বর ২০১৭