সৌদিতে পূর্ব ঘোষণা অনুযায়ী নারীদের গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার (৪ জুন) ১০ নারীর হাতে লাইসেন্স তুলে দেয়ার মাধ্যমে নতুন যুগে প্রবেশ করল সৌদি। ২৪শে জুন থেকে রাস্তায় গাড়ি চালাতে পারবেন নারীরা। লাইসেন্স দেয়ার আগে, গাড়ি চালানোর পরীক্ষা দিতে হবে তাদের।
প্রথম দফায় যে ১০জন নারীকে লাইসেন্স দেয়া হয়েছে তাদের প্রত্যেকের বেশ কয়েকটি দেশের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এ পর্যন্ত সৌদি আরবের পাঁচটি শহরে মেয়েদের গাড়ি চালানোর প্রশিক্ষণ স্কুলের ব্যবস্থা করা হয়েছে।
এরআগে, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৭ সালে একটি রাজকীয় ডিক্রি জারি করে দেশটির নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। এর ফলে, আগামী ২৪ জুন থেকে সৌদি নারীরা রাজপথে গাড়ি চালাতে পারবেন।
আরজেড/