সৈকতে গোসলে নেমে ব্র্যাক শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইফতেখারুল আলম আবিদ (২৫) নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) সকাল ৮টায় সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটক ফেনী জেলার ধুলসরদা এলাকার মো. ইউনুছ আলীর ছেলে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল আলম বলেন,  আবিদ ও তার বন্ধুরা সকাল ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। এক পর্যায়ে পানিতে ডুবে যান আবিদ।  এসময় তার বন্ধুদের চিৎকারে ট্যুরিস্ট পুলিশ ও সী সেইফ লাইফগার্ডের সদস্যরা আবিদকে উদ্ধারে এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আবিদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজকের বাজার/এমএইচ