সৈন্য প্রত্যাহার ছাড়া রাশিয়ার সাথে যে কোন ‘শান্তির’ কথা উড়িয়ে দিলেন জেলেনস্কি

ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার ছাড়া মস্কোর সাথে যেকোন ধরনের শান্তির কথা প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার নাকচ করে দিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপি’র।
জেলেনস্কি সাংবাদিকদের বলেন, রাশিয়া ‘কতিপয় ক্ষেত্রে শান্তির জন্য প্রস্তুত’ রয়েছে তুর্কি প্রেসিডেন্টের মুখ থেকে এমন কথা শুনে তিনি ‘একেবারে বিস্মিত’ হন।
এ ব্যাপারে তিনি আরও বলেন, এক্ষেত্রে ‘প্রথম আমাদের ভূখন্ড থেকে রাশিয়ার সৈন্য চলে যেতে হবে, তাহলে পরে আমরা বিষয়টি বিবেচনা করে দেখবো।