নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক সড়কে রেলের জমি দখল করে বহুতল ভবন গড়ে তোলা হচ্ছে।
এ কাজে সহায়তার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ রেলওয়ে।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও ব্যবসায়ী মো. রব্বানীকে আসামি করে বুধবার সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
সৈয়দপুর রেলওয়ের পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী নারায়ণ প্রসাদন সরকার বলেন, ‘ওই এলাকায় প্রায় ছয় শতক জমি দখল করে বহুতল ভবন গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে নিচের তলার কাজ সম্পন্ন হয়েছে। জানতে পেরে আমরা বাধা দিয়েছি। কিন্তু আমাদের বাধা উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়েছে। ফলে সরকারি সম্পদ রক্ষা এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সৈয়দপুর থানায় মামলা করা হয়েছে। এতে দুজনকে আসামি করা হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল হক বলেন, ‘আমি দখলদার নই। কেন আমার বিরুদ্ধে মামলা হয়েছে, তা জানি না।’
তবে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্মাণ শ্রমিক জানান, মোজাম্মেল হকের নির্দেশে কাজ করছেন তারা।
এ ব্যাপারে জানতে ব্যবসায়ী মো. রব্বানীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’