সৈয়দ আশরাফের জানাজায় রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আজ সকাল সাড়ে ১০টায় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজায় অংশ নেন।

রাষ্ট্রপতি বিশিষ্ট রাজনীতিক এবং জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা তাঁর মন্ত্রিসভার সহকর্মীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

সংসদ কমপ্লেক্সে পৌঁছার পরপরই রাষ্ট্রপতি মরহুমের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের সঙ্গে কথা বলেন।

রাষ্ট্রপতি জানাজা শেষে মোনাজাত করেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, শুভাকাক্সক্ষী এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তারা সৈয়দ আশরাফের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৮ বছর বয়সে বৃহস্পতিবার ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ