সৈয়দ হকের চিত্রনাট্যে সামিয়ার তৃতীয় সিনেমা

প্রয়াত কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হকের চিত্রনাট্যে সামিয়া জামান তার তৃতীয় সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। মার্চ নাগাদ আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবেন।

সামিয়া জামান বলেন, ‘সৈয়দ শামসুল হকের লেখা চিত্রনাট্যটি তিনি নিজে আমাকে দিয়েছিলেন। আমি এখনো নাম ঠিক করেনি সিনেমার। মার্চের মধ্যে সবকিছু জানাতে পারবো।’

নির্মাতা বর্তমানে ব্যস্ত আছেন ‘আজব সুন্দর’ নিয়ে। ২০১৬-১৭ সালে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির প্রযোজক হিসেবে কাজ করছেন তিনি। এটি নির্মাণ করবেন ৭১ এর মুক্তিযুদ্ধের যুদ্ধশিশুদের নিয়ে প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’ নির্মাতা শবনম ফেরদৌসী।

সামিয়া জামানের পরিচালনায় এর আগে ‘রানী কুঠির বাকি ইতিহাস’ ও ‘আকাশ কত দূরে’ সিনেমা দুটি মুক্তি পায়।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সৈয়দ শামসুল হক। ১৯৫৬ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ৩০টিরও অধিক সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সৈয়দ হক।

আজকের বাজার: সালি / ১৯ জানুয়ারি ২০১৮