বলিউড পাড়ায় সম্ভবত এবছরের সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ বিয়ে হয়ে গেল সোনমের।মঙ্গলবার সকাল থেকেই ‘হ্যাশট্যাগ সোনম কি শাদি’-তে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়।
বিয়েতেও সমালোচনা ঝড় তুলতে ছাড়েননি সাইবারাবাসীরা৷ অনেকেরই মতেই, সবে মাত্র কয়েকদিন হয়েছে শ্রীদেবীর মৃত্যুতে৷ সেই ঘোর কাটাতে না কাটতে কীভাবে এরকমভাবে আনন্দে মাতলেন কাপুর পরিবার? প্রশ্ন তুলেছেন অনেকেই্।
যেমন বিলাসবহুল বিয়ে, তেমন তার রিশেপশন পার্টি৷ থুড়ি, বলা ভালো গালা রিশেপশন পার্টি৷ দিনের আলো যত কমতে থাকল তারকাদের ভিড় ততই বাড়তে থাকল দ্য লীলা হোটেল চত্বরে৷
শাহরুখ খান, সলমন খান, সঈফ আলি খান, করিনা কাপুর, করিশ্মা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, রেখা, ক্যাটরিনা কাইফ, জাহ্নবী, খুশী, বণি কাপুর, অর্জুন কাপুর, করণ জোহার কে ছিলেন না এই ইভেন্টে৷
গালা ইভেন্টে সকলকেই পাওয়া গেল পার্টি মুডে৷ কখনও শাহরুখ, সলমন, অনিল একসঙ্গে নাচলেন ‘বজরঙ্গী ভাইজান’ সিনেমার গানে, কখনও রণবীর এবং বরুণ নাচলেন ‘ঝুম্মে কি রাত হ্যায়’ গানের সঙ্গে, কখনও আবার ‘বাচনা হ্যায় হাসিনো’ গানে কোমর দোলালেন রণবীর সিং এবং অনিল কাপুর৷
সাংবাদিকদের ক্যামেরায় যেমন ধরা পড়েছে নিউলি ম্যারেড কাপল, তেমনি ধরা পড়েছেন সেলেব অতিথিরাও৷ সকাল সকাল শিখ নিয়মে বিয়ে সারেন দম্পতি৷ তবে সকলের নজর কিন্তু ছিল বিকেলের রিসেপশন পার্টিতে।
আজকের বাজার/আর আই এস
https://www.instagram.com/p/Bii1q_ony6E/?taken-by=dnaafterhrs