জমজমাট আয়োজনে বিয়ে করলেন সোনম কাপুর।পুরো বলিউড হাজির ছিল কাপুর পরিবারের এই রাজকীয় বিয়ের আয়োজনে।
অন্যান্যদের সঙ্গে কনডম প্রস্তুতকারী ব্র্যান্ড থেকে মজাদার ও ইঙ্গিতপূর্ণ অভিনন্দন বার্তা পেলেন সোনম এবং আনন্দ দম্পতি।
ভারতের কনডম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডিউরেক্স থেকে সোনম ও আনন্দকে শুভেচ্ছা বার্তাটি টুইট করা হয়েছে। শুভেচ্ছা জানিয়ে সেই বার্তায় লেখা হয়েছে, ‘উই হ্যাভ গট ইউ কভারড’। অর্থাৎ ‘আবরণ দেওয়ার জন্য তোমাদেরকে আমরা পেয়েছি!’
সামাজিক যোগাযোগমাধ্যমে এই শুভেচ্ছাবার্তা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকেই বেশ মজা পেয়েছেন।
আজকের বাজার/আরআইএস