বলিউড তারকা সোনম কাপুর বিয়েটা সেরেই ফেলেছেন। তবে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও অনলাইন দুনিয়ায় তাকে নিয়ে বিতর্ক চলছেই।
মঙ্গলবার দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার পরই তাকে নিয়ে বিতর্ক শুরু হয় বলে সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রশ্ন উঠেছে, তবে কী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন সোনম! এ কারণেই কি খুব 'তাড়াতাড়ি' গাঁটছড়া বাঁধলেন সোনম।
এক বছরও হয়নি জেঠিমা শ্রীদেবীর মৃত্যুর। এর মধ্যেই বিয়ে করার এত তাড়া কেন ছিল অভিনেত্রীর? তাহলে এর পেছনের রহস্যই বা কী! এমনও নানা কথা বলছেন সমালোচকরা।
মঙ্গলবার সকালে মুম্বাইয়ে সোনমের খালা কবিতা সিংহের রকডেল বাংলোয় শিখ রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
একে একে অনুষ্ঠানে উপস্থিত হন করণ জোহর, অমিতাভ বচ্চন ও তার মেয়ে শ্বেতা নন্দা বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, স্বরা ভাস্কর, কারিশমা কাপুর, কারিনা কাপুর এবং সাইফ আলী খানেরমতো তারকারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একাধিক ব্যক্তি প্রশ্ন তুলেছেন সোনমের বিয়ে নিয়ে। শ্রীদেবীর মৃত্যুর ১০ সপ্তাহের মধ্যেই কাপুর পরিবারে সানাইয়ের সুর! শিখ ধর্মের নিয়ম অনুযায়ী সাতপাঁকে বাঁধা পড়লেন সোনম-আনন্দ!
সমালোচনাকারীরা বলছেন, পরিবারের একজনের মৃত্যুর পরই সব ভুলে এভাবে আনন্দে মেতে ওঠা কি ঠিক? সোনম কি অন্তঃসত্ত্বা ছিলেন? তাহলে বিয়ে করার এত তাড়া কেন ছিল?
তবে তর্ক-বিতর্ক যতই থাক। আপাতত আনন্দের সঙ্গে বিয়ের আনন্দ উদযাপনে ব্যস্ত সোনম পরিবার।
আজকের বাজার/একেএ