নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় রবিবার রাতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আফানিয়া এলাকায় রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের রফিকউল্লাহর ছেলে টিপু, একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জাবেদ ও আলীপুর গ্রামের শাহ্ আলমের ছেলে হারুন। আর আহত যুবক মাসুক সোনাইমুড়ির শাকিলপুর গ্রামের আবদুল মতিনের ছেলে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, একটি মোটরসাইকেলে করেই চার যুবক বেগমগঞ্জ থেকে বজরার দিকে যাচ্ছিলেন। পথে আফানিয়া এলাকায় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একুশে পরিবহন নামে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। আহত মাসুককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর একুশে পরিবহনের বাস ও ধুমড়ে-মুছড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।তথ্য:ইউএনবি
আজকের বাজার/লুৎফর রহমান