সোনাগাজী উপজেলার উত্তর চরছান্দিয়া ইউপিতে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ আটক করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার সকালে ইউপির মোহাম্মদপুর গ্রাম থেকে হরিণটি আটক করা হয়। পরে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখেন গ্রামবাসী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, ‘স্থানীয়রা একটি চিত্রা হরিণকে আটক করে। পরে হরিণটিকে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করি। হরিণটির ওজন ৭০ কেজি হবে।’
সাদা ডোরাকাটা দাগযুক্ত সুন্দর হরিণটিকে ফেনী বন বিভাগের কাছে হস্তান্তর করার কথা জানান সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন।
আজকের বাজার/এমএইচ