বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের কৃষক ইয়াছিন ব্যাপারীর ক্ষেত থেকে পেঁয়াজ চুরি হয়েছে। গতকাল সোমবার রাতে চোরেরা প্রায় দুই শতাংশ জমির পেঁয়াজ চুরি করে নিয়ে যায়।
মধ্যদীঘলকান্দি গ্রামের মৃত ওয়াহেদ আলী বেপারির ছেলে কৃষক ইয়াসিন আলী জানান, প্রতি বছরের মত এবার তিনি ৪ শতক জমিতে পেঁয়াজ রোপণ করেন। এর মধ্যে দুই শতক জমি থেকে প্রায় ১৫ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করেছেন। অবশিষ্ট দুই শতক জমিতে পেঁয়াজ ছিল।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর বলেন, ‘ক্ষেত থেকে পেঁয়াজ চুরির বিষয়টি শুনেছি। পেঁয়াজের দাম বেশি হওয়ায় চোরেরা ক্ষেত থেকে পেঁয়াজ চুরি করেছে।’
আজকের বাজার/লুৎফর রহমান