সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রবিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে টানা আটদিন ছুটির কারণে স্থলবন্দরটির কার্যক্রম বন্ধ ছিল।

সকালে ভারত থেকে পণ্য নিয়ে ট্রাক প্রবেশ করছে বন্দরে। এর মাধ্যমে আবারো কর্মচাঞ্চল হয়ে উঠেছে এই স্থলবন্দরটি।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে গত ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্দরে ছুটি ঘোষণা করা হয়। ফলে এই সময়ে বন্দরে ইমিগ্রেশন ও যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকলেও পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

‘ছুটি শেষে আজ (রবিবার) সকাল থেকে যথারিতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে’, বলেন তিনি।

সূত্র – ইউএনবি