আগামী ৮ মে আনন্দ আহুজার সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। তাই জোর কদমে চলেছ প্রস্তুতি। জি নিউজ এক প্রতিবেদনে জানায়, সোনমের বিয়ের আসর বসছে তার মা সুনীতা কাপুরের ঠাকুমার বাড়িতে।
যেটি কিনা কিং খানের ‘মান্নত’-এর কাছে। বিয়ের আগে সঙ্গীত, মেহেন্দি অনুষ্ঠান হবে সোনম সম্প্রতি যে ডুপ্লেক্স কিনেছেন সেই বিল্ডিংয়ের ব্যাঙ্কোয়েট হলে। আর রিসেপশনের জন্য ভাড়া নেওয়া হয়েছে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেল।
এদিকে মেয়ের বিয়ে উপলক্ষ্যে বাড়ি সাজানোর দেখভাল করছেন অনিল কাপুর পত্নী সুনীতা কাপুর নিজে। আলোয় সেজে উঠছে বাড়িটি। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে আলোয় সজ্জিত বাড়ির বেশ কিছু ছবি। ভাইরাল হয়েছে সেইসব ছবিগুলো।
এদিকে সোনমের বিয়ে উপলক্ষ্যে অনিল কাপুরের বাড়িতে অতিথিদের আনাগোনাও বৃদ্ধি পেয়েছে।
এস/