সোনাম কাপুরকে নিয়ে বিস্ফোরক শাহিদ

নেহা ধুপিয়ার সঙ্গে টক শোএ হাজির হয়ে সম্প্রতি বেশ খোশ গল্প শুরু করেন শাহিদ কাপুর। স্ত্রী-কে সঙ্গে নিয়ে নিজের জীবনের অনেক গোপন কথাই ওই টক শো-এ বলে ফেলেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত।

আর এবার অনিল কাপুর কন্যা সোনাম কাপুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেলন শাহিদ। শাহিদ কাপুর বলেন, এমন কয়েকজন রয়েছেন বলিউডে, যারা অভিনয়ের তুলনায় পোশাকের উপর বেশি করে নজর দেন।

এরপরই তিনি বলেন, তিনি এমন একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন, অভিনয় নয়, যার নজর সব সময় থাকত পোশাকের উপর। বর্তমানে তিনি পাল্টে গিয়েছেন। তবে কার সম্পর্ক ওই মন্তব্য করেন শাহিদ, তা খোলসা না করলেও, সোনামের দিকেই যে ইঙ্গিত করে পঙ্কজ কাপুরের ছেলে, তা বেশ স্পষ্ট।

শাহিদ বিষয়টি নিয়ে সোনামের নাম না করলেও, নেহা কিন্তু ‘মৌসম’ বলে নামটা বেশ পরিষ্কার করে দেন।

উল্লেখ,  সোনাম কাপুরের সঙ্গে ‘মৌসম’-এ স্ক্রিন শেয়ার করেন শাহিদ কাপুর। ওই ছবির পর শাহিদ, সোনামকে আর একসঙ্গে দেখা যায়নি। কিন্তু ওই ছবির শুটিংয়ের সময় কী হয়েছিল, তা নিয়ে এত বছর পর মুখ খুললেন শাহিদ।

এস/