সোনারগাঁয়ে দুই হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই হাজার ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭জুন) রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় শুক্রবার তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম জালাল উদ্দিন জালু।সে  উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর পশ্চিমপাড়া গ্রামের রহমত আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জালাল উদ্দিন জালু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম  অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তার কাছে থাকা দুই হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক হাবিববু রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাবিববু রহমান জানান,‘ মামলা দায়েরের পর জালাল উদ্দিন জালুকে আদালতে পাঠানো হয়েছে।’

আজকের বাজার/এসএম