পুঁজিবাজারে তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টায় এ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে প্রতিবেদন প্রকাশ করা হবে।
সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,১৮) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩৫ পয়সা, আগের বছর একই সময়ে তা ছিল ৩৪ পয়সা।
কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।