ফের জুটি হয়ে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা তাহসান ও জাকিয়া বারী মম। আসছে পহেলা বৈশাখের জন্য সাগর জাহানের নির্মিত ‘সোনালী ইলিশের গল্প’ নাটকে অভিনয় করেছেন এই জুটি।
এ প্রসঙ্গে মম বলেন, সাগর ভাইয়ের নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর একটি গল্প, পুরো গোছানো একটি ইউনিট। যে কারণে বেশ স্বাচ্ছন্দ্যতা এবং আরাম নিয়ে কাজটি করেছি। মূলকথা সোনালী ইলিশের গল্প একটি ভালো কাজ হয়েছে। আশা করছি ভালো লাগবে দর্শকের।
এর আগে মমর সঙ্গে ৩ টি নাটকে কাজ করেছেন তাহসান। সবগুলোই দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। তারা প্রথম একসঙ্গে শিহাব শাহীনের নির্দেশনায় ‘নীলপরী নীলাঞ্জনা’ নাটকে অভিনয় করেন। সর্বশেষ একই পরিচালকের ‘ম্যানিকুইন মুমু’ নাটকে অভিনয় করেন এই জুটি।
এস/