রাষ্ট্রীয় মালিকানাধীন দুই প্রতিষ্ঠান সোনালী ও জনতা ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী সোনালী ব্যাংকের এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন।
তারা আগামী তিন বছরের জন্য দুই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আজকের বাজার/এমএইচ