সোনালী ব্যাংক লিমিটেডে ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। গত ১ জুন অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৮ হাজার ৯৯৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আগামী শনিবার (৩০ জুন) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর আড়াইটায় পরীক্ষা শুরু হয়ে চলবে সাড়ে ৪টা পর্যন্ত। এ পরীক্ষা হবে ২০০ নম্বরের।
রাজধানীর ৪টি কেন্দ্র-এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো-উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ, শেখ বোরহানউদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ ও মাদরাসা-ই-আলিয়া ঢাকা।
পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। সঙ্গে আনতে হবে এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র। মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টঘড়ি বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে না রাখার নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি।
রাসেল/