সোনালী ব্যাংকের এমপ্লয়িজ ইউনিয়নের বিক্ষোভ

সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি  বৃহস্পতিবার (৫ জুলােই) এক বিক্ষোভ সমাবেশ করেছে ।জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধীদের সরকারি চাকরি থেকে বরখাস্ত এবং তাদের সন্তান ও উত্তরসূরিদের সরকারি চাকরিতে নিয়োগ না দেয়াসহ ৬ দফা দাবিতে তারা এ বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার (৫ জুলা্ই) রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বরে সোনালী ব্যাংকের লোকাল অফিসের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভে সোনালী ব্যাংকের শ্রমিক, কর্মচারী ও ইউনিয়নের নেতারা অংশ নেন।

সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন জানান, ‘শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ৬ দফা দাবি বাস্তবায়নে আজকে সকালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এ সমাবেশ করা হয়। এছাড়া ৬ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ হয়েছে।’

তিনি আরও জানান, আগামী ৮ জুলাই সকাল ১০টায় শাপলা চত্বরে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের গণজমায়েত ও প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে অংগ্রহণের জন্য তিনি সকলকে  আহ্বান     জানান।

এ সময় সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের নিজস্ব কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে দীর্ঘ ২০ থেকে ২২ জন সোনালী ব্যাংকের কর্মরত মজুরীভিত্তিক খণ্ডকালীন পিটিসি ও গাড়িচালকসহ সকল অস্থায়ী কর্মচারীদের চাকরিতে স্থায়ী করা, আউট সোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ বাতিল করা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদোন্নতি ইত্যাদি।

এসএম/