মীর রাশেদ বিন আমান সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক থেকে ব্যবস্থাপনা পরিচালক হওয়ায় ঠাকুরগাঁওয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানির ঠাকুরগাঁও শাখার আয়োজনে ৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে হাওলাদার কমিউনিটি সেন্টার হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কোম্পানিটির ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর পদোন্নতি প্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মীর রাশেদ বিন আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সেলস ম্যানেজার বদিউজ্জামান ও গোলাম কিবরিয়া।
এসময় সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা দিয়ে প্রধান অতিথিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কোম্পনির জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও