নেপালের কির্তীপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাউথ এশিয়ান (এসএ) গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের ফাইনালে আজ সোমবার (৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে।
যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন দুই ইনফর্ম টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার ও নাজমুল হাসান শান্ত। ফাইনালে দলে ফিরবেন এই দুইজন; তাতে টাইগারদের শক্তি কিছুটা হলেও বৃদ্ধি পাবে। নারীদলের মত তারাও সোনা জিতেই দেশে ফিরতে চাইবে।
এর আগে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের নারী ক্রিকেট ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ২ রানে হারিয়ে সোনা জিতে বাংলাদেশ নারী দল। রবিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশের দেওয়া ৯১ রানের জবাবে ৮৯ রানেই থেমে যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশ স্কোয়াড :
সাইফ হাসান, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, সৈয়দ মিনহাজুল আবেদিন আফ্রিদি, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, মানিক খান, তানভীর ইসলাম, মেহেদি হাসান রানা, সৌম্য সরকার, মেহেদি হাসান, হাসান মাহমুদ।
আজকের বাজার/আরিফ