সোফিয়াকে ঘিরে আলোড়ন

বছরের শেষ দিকে বাংলাদেশে এসে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে মানবরুপি নারী রোবট সোফিয়া। ডিসেম্বরে যাত্রা শুরু করে দেশের প্রথম সফটওয়্যার পার্ক। একই মাসে মহাকাশে দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের কথা থাকলেও আবহাওয়াজনিত কারণে তা পিছিয়ে যায়। ফোরজি আর এমএনপি সেবা নিয়ে বছরজুড়ে ব্যাপক মাতামাতি হলেও শেষমেষ তা আর আলোর মুখ দেখেনি। তবে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে টোলফ্রি নম্বর ৯৯৯ চালুর পর জরুরি সেবা পেয়েছেন বহু মানুষ। অন্যদিকে আতঙ্কের বিষয় ছিল অনলাইনভিত্তিক আত্মঘাতি গেম ব্লু-হোয়েল।

সোফিয়া: ৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি খাতে দেশের সবচেয়ে বড় প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মানুষের আদলে তৈরি রোবট সোফিয়াকে হাজির করা হয়। হলুদ-সাদা জামদানির টপ আর স্কার্ট পরিহিত সোফিয়াকে অনুষ্ঠান মঞ্চে আনার পর সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন সোফিয়া। তার কথা শুনে হেসেছেন প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই। টিভি পর্দায় তা দেখে দেখে হেসেছেন দর্শক-শ্রোতারাও।

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর কৌতুহল মানুষের ভিড় লেগে যায় সেখানে। সোফিয়ার সঙ্গে কথা বলেন অনেকে, কেউ আবার তার সঙ্গে সেলফিও তোলেন। ‘সোফিয়া’র ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়।

হংকংয়ের কোম্পানি হ্যানসন রোবোটিকস সোফিয়াকে তৈরি করেছে হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের চেহারার আদলে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই রোবট প্রশ্ন শুনে ইংরেজিতে উত্তর দিতে পারে, কণ্ঠ ও চেহারাও শনাক্ত করতে পারে। বিভিন্ন তথ্য-উপাত্ত ব্যবহার করে সে ক্রমাগত বাড়িয়ে নিতে পারে নিজের ‘ইন্টেলিজেন্স’। ইতোমধ্যেই সে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছে।

৯৯৯ নম্বর: ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে ‘৯৯৯’ নম্বরটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গত ১২ ডিসেম্বর। টোল ফ্রি হিসেবে ৯৯৯ নম্বরে ফোন করে নাগরিকদের সেবা নিতে কোনোরকম খরচ লাগবে না। বর্তমানে প্রতিদিন শত শত মানুষ ৯৯৯ এ ফোন করে সেবা নিচ্ছেন।

আনুষ্টানিক উদ্বোধনের পরদিন ৯৯৯ এ ফোন পেয়ে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার নিশ্চিন্তপুর গ্রামে একটি বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেয় পুলিশ। একই দিন গাজীপুরে এক শারীরিক ও বাক প্রতিবন্ধী তরুণীকে (৩০) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বঙ্গবন্ধু স্যাটেলাইট ও সফটওয়্যার পার্ক: নিজস্ব স্যাটেলাইটের সব ধরনের কাজ শেষ করে এখন তা উৎক্ষেপণের অপেক্ষায় বাংলাদেশ। ২০১৭ সালের ১৬ ডিসেম্বর দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপনের কথা থাকলেও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ হ্যারিকেনের কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং এর প্রভাব বিবেচনা করে নির্ধারিত শিডিউল পরিবর্তন করা হয়। আবহাওয়া অনুকুলে থাকলে নতুন বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসের দিকে এটি উৎক্ষেপণ করা হবে-এমন আশা করছেন সংশ্লিষ্টরা।

টেলিযোগাযোগ বিভাগ বলছে, দুর্যোগ প্রবণ বাংলাদেশে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে ভূমিকা রাখবে এ স্যাটেলাইট। এর মাধ্যমে বিদেশি স্যাটেলাইটের ওপর নির্ভরতা দূর হবে এবং সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

অন্যদিকে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর’-এর আনুষ্টানিক যাত্রা শুরু হয়েছে। ১০ ডিসেম্বর এই পার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যশোর শহরের নাজিরশংকরপুর এলাকায় ৩০৫ কোটি টাকা ব্যয়ে সিলিকন ভ্যালির আদলে তৈরি করা হয়েছে এই পার্ক। এরই মধ্যে কাজ শুরু করেছে দেশি-বিদেশী কয়েকশ’ তরুণ-তরুণী। মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, কল সেন্টার, গবেষণা ও উন্নয়নের কাজ করা হবে এখানে। সরকারের আশা-তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি, বেকার যুবকদের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে আইটি পার্কটি।

ব্লু-হোয়েল গেম: হঠাৎ করেই বাংলাদেশে আলোচনায় আসে অনলাইনভিত্তিক এই গেম। এটি এমন এক ধরনের খেলা যা ধাপে ধাপে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে নিয়ে যায়। এই গেমে আসক্ত হয়ে গত ৫ অক্টোবর রাজধানীর সেন্ট্রাল রোডে অষ্টম শ্রেনীর এক ছাত্রীর আত্মহত্যার পর সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। পরে দেশের আরও কয়েক স্থানে এই গেমে আসক্তির খবর শোনা যায়। বিষয়টি শেষ পর্যন্ত গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) উদ্যোগ নেয় এ গেম বন্ধের।

ফোরজি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের চূড়ান্ত অনুমোদনের পর ফোর জি সেবার লাইসেন্স ও তরঙ্গ নিলামের জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ১৪ জানুয়ারি পর্যন্ত এই সেবার লাইসেন্সের আবেদন জমা নেওয়া হবে। ফেব্রুয়ারি থেকেই ফোর জি সেবা শুরু করা যাবে বলে সরকার আশা করছে। এ থেকে সরকার ১১ হাজার কোটি টাকা আয় করবে বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

‘ফোরজি’, ‘ফোর্থ জেনারেশন’ বা ‘চতুর্থ প্রজন্ম’ হলো দ্রুততম সময়ে যোগাযোগে ব্যবহৃত মোবাইল টেলিযোগাযোগ-প্রযুক্তি। বাংলাদেশে চালু থাকা তৃতীয় প্রজন্ম বা থ্রিজির পরের ধাপ এটি। ফোরজি সেবার ন্যূনতম গতি ২০ এমবিপিএস নির্ধারণ করেছে সরকার। এই প্রযুক্তিতে গ্রাহক সব সময়ই মোবাইল অনলাইন ব্রডব্যান্ডের আওতায় থাকতে পারবে। মিলবে নানারকম বাড়তি সুবিধা।

এমএনপি: মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল  সেবার নাম এমএনপি (মোবাইল নম্বর পোর্টেবিলিটি)। কয়েক বছর ধরে ঝুলে থাকা এ সেবার সব জটিলতার অবসান হয়েছে ইতোমধ্যে। গত ৭ নভেম্বর ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আগামী ছয় মাসের মধ্যেই মোবাইল গ্রাহকরা এমএনপি সেবা পাবেন।

এই সেবা চালু হলে গ্রাহক তার মোবাইল নম্বর ঠিক রেখে যেকোনো অপারেটরের সেবা নিতে পারবেন। একজন গ্রাহক ৩০ টাকা খরচ করে অপারেটর বদল করতে পারবে। তবে আগের অপারেটরে ফিরতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে।

আজকের বাজার:এনএল/ডিএস/এলকে ২৭ ডিসেম্বর ২০১৭