বিপিএলের সিলেট পর্বে সবচেয়ে সফল দল ছিল সিলেট সিক্সার্স। সমর্থনপুষ্ট গ্যালারিবেষ্টিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিল নাসির-সাব্বিরদের দল। এমনকি হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকেও। যদিও সিলেট পর্বের শেষ ম্যাচে পরাজয় জোটে দলটির।
এর পর থেকেই সিলেট সিক্সার্স রয়েছে জয় থেকে দূরে। ঢাকা পর্বের প্রথম ম্যাচে ঢাকার কাছে হারার পর খুলনা টাইটান্সের বিপক্ষে পরের ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। এরপর রাজশাহী কিংসের কাছে জুটেছে পরাজয়। সব মিলিয়ে গত চার ম্যাচ ধরেই জয়হীন সিলেট সিক্সার্স।
সিলেট সিক্সার্সের সাথে আসর শুরুর আগে কাজ করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিস। বিপিএল শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিটির উদ্যোগে সিলেট বিভাগের সেরা বোলারদের বাছাই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তিনি। সম্প্রতি তিনি দলটির সাথে যোগ দিয়েছেন মেন্টর হিসেবে। নতুন ভূমিকায় দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে হারলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে বেশ আশাবাদী তিনি। রোববার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে সাংবাদিকদের সাথে আলাপকালে ওয়াকার বলেন, ‘টুর্নামেন্টের শুরুটা আমরা দারুণ করেছিলাম। প্রথম তিন ম্যাচেই জিতেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরি আমাদের কিছুটা পেছনে ঠেলে দিয়েছে।’
রাজশাহীর বিপক্ষে পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, ‘লিয়াম প্লাঙ্কেট তার শতভাগ দিতে পারেনি। তাই আমরা কালকেই ঘুরে দাঁড়াতে চাইছি। কালকের ম্যাচে সিলেট আরও ভয়ংকর রুপে আবির্ভূত হবে।’
দলের ফাস্ট বোলার ও ব্যাটসম্যানদের সাহায্য করার জন্য সিলেট সিক্সার্সের নবনিযুক্ত মেন্টর ওয়াকার ইউনিস কাজ করে যাবেন বলেও জানান সংবাদমাধ্যমকে। তিনি বলেন, ‘আমি ফাস্ট বোলার ও ব্যাটসম্যানদের সাহায্যার্থে চেষ্টা করে যাচ্ছি। এর আগেও আমি এই কাজের সাথে সম্পৃক্ত ছিলাম।’
অভিজ্ঞ এই কোচ আরও বলেন, ‘কখন কী করতে হবে সেটা আমি ভালো করেই জানি। পাশাপাশি এও জানি বিপিএলের মতো লিগগুলোতে আমার এমন প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হয়।’
আজকের বাজার: সালি / ২০ নভেম্বর ২০১৭