সোমবারই বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট: আইনমন্ত্রী

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে আজই প্রকাশ হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার ১১ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আজকের বাজার:এলকে/এলকে ১১ ডিসেম্বর ২০১৭