৯ অক্টোবর সোমবার স্পেন থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দিতে পারেন কাতালুনিয়ার নেতৃবৃন্দ।
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলে গণভোট অনুষ্ঠানের পর এক সপ্তাহের বেশি পরে এ পদক্ষেপ নিতে চলেছেন তারা।
পার্সটুডে জানিয়েছে, টেলিভিশন ভাষণে এমন আভাস দিয়েছেন কাতালান নেতা কার্লোস পুইগডেমন্ড।
কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনার প্রেসিডেন্ট ভবন জেনেরালিয়াত প্রাসাদ থেকে তিনি এ ভাষণ দেন।
আগামী কয়েক দিনের মধ্যেই কাতালুনিয়া গণভোটের ফলাফল বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।
এদিকে, কাতালোনিয়ার স্বাধীনতাকামী পপুলার ইউনিটি ক্যান্ডিডেসি বা সিইউপি পার্টির আইনপ্রণেতা মিরেইয়া বয়া বলেছেন, সোমবার স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীন হওয়ার ঘোষণা দেয়া হতে পারে।
রোববারের গণভোটের ফলাফল মূল্যায়নে সেখানকার সংসদের অধিবেশনে এ ঘোষণা দেয়া হতে পারে বলেও জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক আঞ্চলিক সরকারের একটি সূত্রও এমন আভাস দিয়েছে।
সূত্র : পার্সটুডে
আজকের বাজার : এমএম / ৫ অক্টোবর ২০১৭