সোমবার এইচএসসি পরীক্ষায় বসছে ১৩ লাখ শিক্ষার্থী

ফাইল ছবি

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সোমবার, ২ এপ্রিল শুরু হবে। এ বছর ১০টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ লাখ ১১ হাজার ৪শ’ ৫৭ জন শিক্ষার্থী।

এবারই প্রথম সিকিউরিটি টেপযুক্ত বিশেষ খামের মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহ করা হবে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে দেশের ১০টি শিক্ষাবোর্ড।

 

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এবার মাদ্রাসা ও কারিগরিসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪শ’ ৫৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

আরএম/