অাগামি ২ এপ্রিল সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এর মধ্যে ছাত্র ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র অার ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ২০১৭ সালে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন। ২০১৮ সালে সেই সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, ২০১৭ সালের তুলনায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭৯টি অার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪৪টি।
এস/