সোমবার টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি এম. আবদুল হামিদ। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহন করার জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন।

এর আগে গত ২৬ এপ্রিল টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপের কারণে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া সফর স্থগিত করা করেন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানানো হয়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে রাষ্ট্রপতি ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করে ১টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন।

দুপুর ২টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ২টা ৫ মিনিটে টুঙ্গিপাড়া থেকে তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

আবদুল হামিদ গত ২৩ এপ্রিল দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

এস/