সোমবার থেকে সারা দেশে চলবে গণপরিবহন

সোমবার থেকে সারা দেশে চলবে গণপরিবহন এবং রোববার থেকে চলবে লঞ্চ। সরকারের নির্দেশনা অনুযায়ি স্বাস্থ্যবিধি মেনে চলবে যাত্রী সেবা।

শুক্রবার (২৯ মে) বিকেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে পরিবহন শ্রমিকদের আলাদা আলাদা বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। যদিও স্বাস্থ্য সুরক্ষা কীভাবে নিশ্চিত হবে সে বিষয়ে অন্ধকারে অনেক পরিবহন শ্রমিক।

এদিকে, স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট কিছু শর্তের বিপরীতে ৩১ মে থেকে সারা দেশে চালু হতে যাচ্ছে নৌ পরিবহন। এদিকে আজও ফেরি ঘাটগুলোতে ছিলো ঢাকামুখি মানুষ ও যানবাহনের চাপ।