সোমবার পদ্মা সেতু পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

সরেজমিন পদ্মা সেতুর কর্মযজ্ঞ প্রত্যক্ষ করতে মুন্সীগঞ্জ যাচ্ছেন রাষ্ট্র্রপতি মো. আবদুল হামিদ। আগামি সোমবার ২ এপ্রিল দুপুরে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে শ্রীনগর উপজেলার দোগাছি সার্ভিস এরিয়া-২ এ অবতরণ করবেন।

রাষ্ট্রপতির এই আগমনকে ঘিরে এখন প্রকল্প এলাকায় শুরু হয়েছে নানা রকম প্রস্তুতি। এ তথ্য নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন

মনির হোসেন সংবাদ মাধ্যমকে জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে সার্ভিস এরিয়া-২ এ অবতরণ করবেন। এখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। তারপর দুপুরের খাবার খেয়ে পদ্মা সেতুর নির্মাণকাজ ঘুরে দেখবেন রাষ্ট্রপতি।

বিকালে তিনি জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়া-১ এ চলে যাবেন। সেখানে সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন সকালে আবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।

এস/