সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার সকালে দলের কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পণ্ড করার প্রতিবাদে এ কর্মসূচি দেয়া হয়েছে। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
ওইদিন ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা ও উপজেলাতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার কালো পতাকা প্রদর্শন কর্মসূচি শুরু করে দলের নেতাকর্মীরা। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা কালো পতাকা হাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিভাগীয় সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ অন্তত ৬০ নেতাকর্মীকে আটক কওর পুলিশ ।
এছাড়া পুলিশের লাঠিচার্জ ও জনকামানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, কদমতলী থানা মহিলা দলের সনিয়া আহমেদসহ বেশ কয়েকজন আহত হন। পরে তাদেরকে পার্শ্ববর্তী ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়েছে।
আজকের বাজার : এমআর/আরএম/ ২৪ফেব্রুয়ারি ২০১৮