সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ৫ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি সোমবার স্পট মার্কেটে যাচ্ছে । কোম্পানিগুলো হচ্ছে- জাহিন টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, সিলভা ফার্মাসিটিক্যালস ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জাহিন টেক্স ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১৭ নভেম্বর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানি দুইটির রেকর্ড তারিখ আগামী ১৮ নভেম্বর। কোম্পানি দুইটি জেড ক্যাটাগরি হওয়ায় ৮ কর্মদিবস স্পট মার্কেটে লেনদেন করবে।

নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, সিলভা ফার্মাসিটিক্যালস ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৫ নভেম্বর, মঙ্গলবার। কোম্পানিগুলোর ৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলের লেনদেন বন্ধ থাকবে।