সোমবার স্বাভাবিক লেনদেনে ফিরবে ৩ প্রতিষ্ঠান

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ১৭ ডিসেম্বর সোমবার থেকে যথারীতি স্বাভাবিক লেনদেনে ফিরবে পুঁজিবাজারে তালিকাভুক্ত  ৩ প্রতিষ্ঠান ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান ৩টি হলো: বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড, মিথুন নিটিং এন্ড ডায়িং লিমিটেড এবং এএমসিএল (প্রাণ) লিমিটেড।

বিডি বাংলাদেশ সার্ভিসেস এর এজিএম রয়েছে আগামী ২৭ ডিসেম্বর। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

মিথুন নিটিংয়ের এজিএম রয়েছে আগামী ২৮ ডিসেম্বর। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি।

এএমসিএল প্রাণের এর এজিএম রয়েছে আগামী ২৭ ডিসেম্বর। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ৩২ শতাংশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।

উল্লেখ্য, এজিএমে প্রতিষ্ঠানগুলোর সুপারিশকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।  আজ রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

 

 

আজকের বাজার/মিথিলা