সোমবার ১৮ কোম্পানির লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ১৮ কোম্পানির সোমবার লেনদেন বন্ধ রাখবে। কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, উসমানিয়া গ্লাস শীট, অ্যারামিট সিমেন্ট, গোল্ডেন সন, বিডি থাই, সমতা লেদার, সাইনপুকুর সিরামিক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইমাম বাটন, বেক্সিমকো সিনথেটিক, সেন্ট্রাল ফার্মা, প্রাইম টেক্সটাইল, এসকে ট্রিমস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, শেফার্ড, আফতাব অটোমোবাইল এবং নাভানা সিএনজি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার এসব কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। মঙ্গলবার এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।