পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ থাকবে আগামীকাল ২৬ নভেম্বর সোমবার। সোমবার প্রতিষ্ঠানগুলোর রেকর্ড ডেট হওয়ায় এ দিন লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ওইমেক্স ইলেক্ট্রনিক্স লিমিটেড, গ্লোবাল হেভী কেমিক্যাল লিমিটেড, পাওয়ার গ্রীড কোম্পানী লিমিটেড, এটলাস বাংলাদেশ লিমিটেড।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল - প্রতিষ্ঠানটির এজিএম রয়েছে আগামী ২২ ডিসেম্বর। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বেক্সিমকো - প্রতিষ্ঠানটির এজিএম রয়েছে আগামী ২২ ডিসেম্বর। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
ওইমেক্স ইলেক্ট্রনিক্স - প্রতিষ্ঠানটির এজিএম রয়েছে আগামী ২০ ডিসেম্বর। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
গ্লোবাল হেভী কেমিক্যাল - প্রতিষ্ঠানটির এজিএম রয়েছে আগামী ২৩ ডিসেম্বর। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সাধারন বিনিয়োগকারীদেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
পাওয়ার গ্রীড কোম্পানী - - প্রতিষ্ঠানটির এজিএম রয়েছে আগামী ১৯ জানুয়ারী। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এটলাস বাংলাদেশ - - প্রতিষ্ঠানটির এজিএম রয়েছে আগামী ২২ ডিসেম্বর। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
আজকের বাজার/মিথিলা