সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইলাবে ফাহিয়ে, যিনি বর্তমান প্রেসিডেন্টের উপদেষ্টা ছিলেন।
এসোসিয়েটেড প্রেসকে (এপি) ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন বলেন, বুধবারের ওই হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। যাদের অধিকাংশই সেনা সদস্য।
হামলায় দায় স্বীকার করে সোমালিয়া ভিত্তিক চরমপন্থী সংগঠন আল-শাবাব বলেছে, সরকারি কর্মকর্তাদের বহনকারী যানবাহনকে লক্ষ্যবস্তু করে তারা হামলা চালিয়েছে।
সোমালিয়ার প্রেসিডেন্টের প্রাসাদের কাছে একটি নিরাপত্তা চৌকির কাছে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়, যেখানে সেনা সদস্যরা যানবাহনে তল্লাশি করছিল।
জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব প্রায়শই রাজধানীতে প্রেসিডেন্টের বাসভবনের আশপাশে এবং সরকারি কর্মকর্তা ও বিদেশিরা অবস্থান করে এমন হোটেলগুলোতে একইরকম হামলা চালায়।
আজকের বাজার/এমএইচ