প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সোমালিয়ায় মার্কিন সামরিক অভিযানে ইসলামিক জঙ্গি গোষ্ঠি’র (আইএস) প্রধান আঞ্চলিক নেতা বিলাল আল-সুদানীসহ মোট ১১ জন নিহত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্ত সংস্থা এএফপি এ কথা জানায়।
এক কর্মকর্তা জানান, মার্কিন সৈন্যরা সুদানীকে আটকের জন্য সোমালিয়ার উত্তরাঞ্চলের একটি পাহাড়ি গুহা কমপ্লেক্সে নেমে আসার পর বন্দুকযুদ্ধের সময় সুদানী এবং আরো ১০ জন আইএস যোদ্ধা নিহত হয়।