সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরা’র।
শনিবারের (৭ জুলাই) এ হামলায় আহত হয়েছেন এক ডজনের বেশি মানুষ।
আল-শাবাব নামের একটি জঙ্গি সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
পুলিশের ক্যাপ্টেন মোহাম্মদ হোসেইন বলেন, সকালে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে প্রবেশ করে জঙ্গিরা। তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে প্রায় দুই ঘন্টা।
এতে ৩ জন জঙ্গি মারা যায়। ঘটনাস্থলের কাছেই প্রেসিডেন্ট প্রাসাদ ও পার্লামেন্টের সদরদপ্তর রয়েছে।
আজকের বাজার/একেএ