শনিবার সোমালি মুদুগ অঞ্চলের শহর গালকায়োতে একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে সাতজন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
এ প্রসংঙ্গে মেজর আলী উমর বলেছেন, “এখনও অবধি আমরা সাত জন মারা গেছে যারা বেশিরভাগ বেসামরিক মানুষ তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে,”। “আরও কয়েক ডজন আহত হয়েছে, বেশিরভাগ সোমালি সামরিক কর্মী।”
গালকায়ো হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছে যে বিস্ফোরণের ফলে ৩০ জনেরও বেশি আহত হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান