সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি রেস্টুরেন্টে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া রেস্টুরেন্টের ভেতরে তারা জিম্মি রেখেছেন অন্তত ২০ জনকে।
বুধবার মধ্যরাতের এ ঘটনা ঘটে। ১৫ জুন বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে। ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। তারা জানিয়েছে, ‘এক যোদ্ধা পশ হোটেল, যেটি ছিল নাইটক্লাব তার ভেতরে গাড়িবোমা হামলা চালিয়ে শহীদ হয়েছে। অভিযান চলছে।’
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি হোটেলের প্রবেশমুখে নিয়ে বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় নারীসহ নিহত হয়েছে ১৭ জন। হামলার পর ওই হোটেল থেকে আটকে পড়াদের উদ্ধার করা হয়েছে।
হামলার পর আল-শাবাবের পক্ষ থেকে দায় স্বীকার করে এদিকে এই হামলার পর জঙ্গিরা পশ হোটেল সংলগ্ন পিজা হাউজ নামে একটি রেঁস্তোরার প্রবেশমুখে বিস্ফোরকভর্তি একটি গাড়ি পার্ক করে। পরে তারা হোটেলের ভিতরে প্রবেশ করে প্রায় ২০ জন লোককে জিম্মি করে।
বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তা ইব্রাহিম হুসেইন বলেছেন, ‘জঙ্গিরা এখনো পিজা হাউজের ভেতরে অবস্থান করছে এবং তারা ২০ জনেরও বেশি লোককে জিম্মি করে রেখেছে। আমরা জানি না তাদের মধ্যে কতজন জীবিত বা মৃত রয়েছে।’
তিনি বলেন, ‘পিজা হাউজের সামনে একটি গাড়িবোমা পার্ক করে রাখা হয়েছে। এটি এবং স্নাইপারদের কারণে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভেতরে প্রবেশ মুশকিল হয়ে পড়েছে।’
আজকের বাজার:এলকে/এলকে/ ১৫ জুন ২০১৭