সোমালিয়ায় শান্তিরক্ষীর ৫৯ সেনাকে হত্যার দাবি আল শাবাবের

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী বাহিনীর ওপর কয়েক দফা হামলা চালিয়ে ৫৯ সেনাকে হত্যার দাবি করেছে ইসলামপন্থী আল শাবাব যোদ্ধারা।

রোববার ওই হামালায় ৪ সেনা সদস্য নিহত ও ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন উগান্ডার শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র সিজার ওলওয়ানি।

রাজধানী মোগাদিসুর কাছে লোয়ার শাবেলা অঞ্চলে আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠী তিনটি সেনাঘাঁটি ও সোমালি সরকারের দুটি ফাঁড়িতে হামলা চালিয়েছে।-খবর নিউইয়র্ক টাইমসের।

সোমালি সেনাবাহিনীর মেজর ফারাহ ওসমান বলেন, এতে আফ্রিকান ইউনিয়ন ও সোমালি সরকারের দুটি গাড়ি ধ্বংস হয়ে গেছে। গাছের নিচে অবস্থান নিয়ে আল শাবাব যোদ্ধারা ব্যাপক গোলাবর্ষণ করেছে। সত্যিই এটি ছিল ভয়ঙ্কর এক লড়াই।

আল শাবাব দাবি করেছে, তারা কয়েক ডজন শান্তিরক্ষীকে হত্যা করেছে। কিন্তু যা ঘটেছে, তার চেয়ে অতিরিক্ত বা বাড়িয়ে বলার প্রবণতা এই গোষ্ঠীটির রয়েছে।

ওলওয়ানি বলেন, এ সময়ে আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী মিশন ৩০ আল শাবাব যোদ্ধাকে হত্যা করেছে। তবে আল শাবাব দাবি করেছে, তাদের ১৪ যোদ্ধা নিহত হয়েছেন।

আজকের বাজার/আরজেড