সোশ্যাল ইসলামী ব্যাংক গুলশান শাখার উদ্যোগে সম্প্রতি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেমিট্যান্স গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ রেমিট্যান্স অফিসার মোঃ মোশাররফ হোসাইন। গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল মোত্তালেব।
অনুষ্ঠানে সম্মানিত গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গুলশান শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব তুলে ধরে রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী ও রেমিট্যান্স সেবাগ্রহণকারীদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের নানাবিধ সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন। সমাবেশে উপস্থিত রেমিট্যান্স গ্রাহকগণ তাদের অনুভূতি প্রকাশ করেন ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।