সোশ্যাল ইসলামী ব্যাংক- এর খুলনা ও যশোর অঞ্চলের কর্মকর্তাদের নিয়ে ‘‘বিজনেস রিভিউ মিটিং’’ সম্প্রতি যশোরের আরআরএফ টার্কে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, খুলনা অঞ্চলের আঞ্চলিক আঞ্চলিক প্রধান মোঃ মহিবুল কাদির, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীন সহ ঊর্ধ্বতন নির্বাহীগণ। এসময়, খুলনা, যশোর ও এর পার্শ্ববর্তী এলাকার শাখা এবং উপশাখাসমূহের সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।