সোশ্যাল ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটির ৯২তম সভা ৩০ ডিসেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শরী’আহ সুপারভাইজরী কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি আবদুল্লাহ মাসুম। শরী’আহ সুপারভাইজরী কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ শামসুল আলম, ড. এম. মাসুদ রহমান, ড. মোঃ রফিকুল ইসলাম, মুফতি যুবায়ের আবদুল্লাহ, ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) এবং সদস্য সচিব মুফতি আবু বকর সিদ্দিক নাবিল সভায় উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মোঃ নাজমুস সায়াদাত সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। সভার কাজে সহযোগিতা করেন শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন।
সভায় ২০২৪ সালে ব্যাংকের সার্বিক কার্যক্রমে ইসলামী শরী’আহ পরিপালনের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা হয়।