সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুল হক এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে এসআইবিএল-এর কার্ড ডিভিশনের প্রধান শরীফ আল-কাশেম, সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট জিএম নুরুজ্জামান এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজার মোঃ হাফিজুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে এসআইবিএল-এর কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের কার্ড হোল্ডার গ্রাহকগণ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।